কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে নবযাত্রা প্রকল্পের মত-বিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে “নবযাত্রা ” প্রকল্পের আওতাধীন দারিদ্র জনগোষ্ঠীর জীবন -মানোন্নয়নকে গতিশীল করতে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) বেলা ১২ টায় নবযাত্রা ফিল্ড অফিস সভাকক্ষে নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস কো-অর্ডিনেটর আশীষ কুমার হালদারের সভাপতিত্বে কালিগঞ্জ উপজেলায় কর্মরত গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। নবযাত্রা প্রকল্পের সফলতা ও প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে বর্তমান চ্যালেঞ্জসমুহ পর্যালোচনা, উন্মুক্ত আলোচনা, মতামত ও পরামর্শ উপস্থাপন করা হয়। এসময় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।
Please follow and like us: