কালিগঞ্জে আইনশৃঙ্খলা, চোরাচালান ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলায় মাসিক উন্নয়ন সমন্বয় ও চোরাচালান কমিটির সভা বৃহস্পতিবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জি এম আব্দুল হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রনজু, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সমবায় কর্মকর্তা মুজিবর রহমান শেখ, নির্বাচন কর্মকর্তা হাওলাদার হায়দার আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল ববারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, তারালী চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশলিয়া চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, চাম্পাফুল চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, রতনপুর চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, মথুরেশপুর চেয়ারম্যান মিজানুর রহমান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলী, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ বাছাড় প্রমুখ।