কলারোয়ায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় চন্দনপুর জয়ী
কলারোয়ায় বঙ্গবন্ধু স্মৃতি জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুদ্ধ ১৭) দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে চন্দনপুর ইউনিয়ন বনাম হেলাতলা ইউনিয়নের মধ্যে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে চন্দনপুরের ১১নং জার্সিধারী খেলোয়ার ১টি গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে হেলাতলার ৬ নম্বর জার্সিধারী খেলোয়ার ১টি গোল করে দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। তখন পেনাল্টির মাধ্যমে চন্দনপুর ৩-২ গোলে হেলাতলাকে পরাজিত করে। খেলার রেফারির দায়িত্ব পালন করেন সাজু হালদার। সাইট রেফারি ছিলেন আনোয়ার ও ফারুক হোসেন স্বপন। চতুর্থ রেফারি ছিলেন মাসুদ পারভেজ মিলন। বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, রেজাউল করিম লাভলু প্রমুখ।