আশাশুনির খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সভা অনুষ্ঠিত
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ খাজরা ইউনিয়ন শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পারিশামারী পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এসভা অনুষ্ঠিত হয়।
খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডলের স লনায় সভায় বক্তব্য রাখেন, খাজরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোড়ল, সাংগঠনিক রমজান আলী মোড়ল, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, কার্তিক চন্দ্র রায়, আশিস কুমার মন্ডল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সরদার মোহম্মাদ নাজিম উদ্দীন, প্রধান শিক্ষক অখিল কৃষ্ণ সানা, নিরাপদ মন্ডল, সুরঞ্জন কুমার ঢালি, রেজাউল করিম সানা, মিলন সরদার, পুলিন সরদার প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই দলের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। নেত্রী যাকে নৌকা তুলে দেবেন তার সাথে কাজ করার আহবান জানান বক্তারা। এছাড়া সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভায় আলোচনা করা হয়।