আশাশুনিতে সরকার পতনের ষড়যন্ত্র করার সময় বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী আটক
আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সরকার পতনের পরিকল্পনা করার অপরাধে আশাশুনিতে বিএনপি’-জামায়াতের- ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার রাত থেকে বৃহস্পহতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় ।
আশাশুনি থানার বুধহাটা ইউনিয়নের বেউলা সরকারি প্রাথমকি বিদ্যালয়ে নাশকতার পরিকল্পনা ও গোপন বৈঠক কারার সময় তাদেরকে আটক করা হয় ।
আটককৃতরা হলো ,শ্বেতপুর গ্রামরে মৃত কফিলউদ্দিন ঢালী ছেলে মোঃ কবির আহম্মেদ(৫৮),বুধহাটা গ্রামের মোঃ আঃ কাদেরের ছেলে আব্দুল-আল-মামুন ওরফে সোহাগ(৩০),কাপসন্ডা গ্রামের মৃত মোকছেদ আলী সানার ছেলে মোঃ মিজানুর রহমান সানা (৪৫),বুধহা্টা গ্রামের মৃত আঃ সাত্তার সরদারের ছেলে মোঃ আবুল কালাম (৩৫),কুল্লা গ্রামের রুহুল আমিনের ছেলে মো: আমিরুল ইসমলাম (৪০),শ্রীউলা গ্রামের মৃত ইমদাদ আলী সরদারের ছেলে আব্দুর রহমান (৭০),দক্ষিণ বাইনতলা গ্রামের ইসহাক মোল্যার ছেলে আব্দুস সালাম মোল্যা (৪৫),নওয়াপাড়া গ্রামের মোঃ জালাল উদ্দিন সরদারের ছেলে আলাউদ্দিন আহম্মেদ (৪৭),আশাশুনি সদরের রুস্তুম আলীর ছেলে মোঃ জহুরুল ইসলাম (৪০)।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ আটকের সত্যতা নিশ্চিত করেন ।