সাতক্ষীরা পাটকেলঘাটার কৃতি সন্তান ড. মতিউর রহমান আর নেই
দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. মতিউর রহমান আর নেই । তিনি পাটকেলঘাটাস্থ নিজ বাড়িতে গতকাল আনুমানিক রাত ১:৪৫ দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ড. মতিউর রহমান বাংলাদেশ পরমাণু ও আণবিক কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন । পাটকেলঘাটায় প্রতিষ্ঠা করেন সোনামণি কিন্ডার গার্ডেন স্কুল ।
মৃত্যু কালে কার বয়স হয়েছিল ৯২ বছর । তিনি পুত্র কন্যা , ভাই বোন সহ পরিবারের সদস্য ও অসংখ্য শুভানুধ্যায়ীদের রেখে গেছেন ।
মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বহু মানুষ বাড়িতে এসে শেষ শ্রদ্ধা জানান ।
আজ দুপুর দুই টার পর জানাজা অনুষ্ঠিত হবে।
Please follow and like us: