বাওচাষ স্কুলে মা সমাবেশ
আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ৩নং বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন,তিনি আরও বলেন শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক ও এস এস সি কমিটির সকল সদস্যদের একত্রিত হয়ে কাজ করতে হবে এবং উপস্থিতির হার বাড়াতে হবে।এ সময় উপস্থিত ছিলেন এস এম সি কমিটির প্রাক্তন সভাপতি আলহাজ মোঃ আঃজলীল সরদার,এস এম সি কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক মানিক চন্দ্র বাছাড়,শিক্ষক সুমা রানী দাশ,রাম প্রসাদ বাছাড়,সাবিনা সুলতানা, রেবতী সানা, লুবনা ইসাছমিন, সকল অভিভাবক ও মায়েরা।
Please follow and like us: