কলারোয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভিন।
টুর্নামেন্টের প্রথম খেলায় দেয়াড়া ইউনিয়ন ৫-২ গোলে যুগিখালী ইউনিয়নকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে যুগিখালী ২-১ গোলে এগিয়ে থাকে। পরে দ্বিতীয়ার্ধে দেয়াড়া ১ গোল করে সমতা ফেরায়। এরপর আরো ৩টি গোল করে দলকে ৫-২ গোলে জিতিয়ে নেয় দেয়াড়ার খেলোয়াররা।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন মিয়া ফারুক হোসেন স্বপন। পার্শ্ব রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন ও সাজু হালদার।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রব, বদরুজ্জামান বিপ্লবসহ অন্যরা। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।