কলারোয়ায় পুলিশের বরযাত্রী সেজে বাল্যবিবাহ বন্ধ
এবার বরযাত্রী সেজে বাল্যবিবাহ বন্ধ করলো কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। সোমবার রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলশী গ্রামে এ ঘটনা ঘটে।
বিয়ের আসর থেকে বর-কনেসহ অন্যদের আটক করে থানায় নিয়ে এসে ‘প্রাপ্ত বয়সের আগে বিয়ে দেবেন না’ এই শর্তে মুসলেকা নিয়ে পরে তাদের ছেড়ে দেয়া হয়।
থানা সূত্রে জানা গেছে- উপজেলার খলশী গ্রামের আশরাফুল ইসলাম মোল্যার বাড়িতে তার মেয়ে রুকাইয়া সুলতানা বিথী (১৬) এর সাথে সাতক্ষীরা সদর থানার পাথরঘাটা গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র মারুফ হোসেন (২৮) এর বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ’র নেতৃত্বে পুলিশের একটি দল বরযাত্রী সেজে সেখানে উপস্থিত হয়। এ সময় বিয়ে হওয়ার পূর্ব মুহূর্তে বর ও কনেসহ উভয় পক্ষের কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে ‘মেয়ের প্রাপ্ত বয়সের আগে বিয়ে দেবেন না’ এই শর্তে মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।