এশিয়া কাপ জিততে চায় টাইগাররা
এশিয়াকাপের গত আসরে ভারতের কাছে ফাইনালে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙেছিল টাইগারদের। গত তিন আসরের দুটিতে একটুর জন্য পাওয়া যায়নি শিরোপার স্বাদ। তবে এবার এশিয়া কাপ জিততে বদ্ধ পরিকর লাল-সবুজের জার্সিধারীরা। প্রস্তুতির প্রথম দিনে সতীর্থদের সেই বিশ্বাস নিয়েই ছুটতে বলেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ফিটনেস টেস্ট দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতি পর্ব। আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াই দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের অপর প্রতিপক্ষ আফগানিস্তান।
প্রথম দিনের প্রস্তুতি ছিল দুই সেশনের। সকালে ফিটনেস টেস্ট ও স্ক্রিনিংয়ের পর দুপুর ফিল্ডিং অনুশীলন। মাঝের বিরতির সময়টায় ছিল টিম মিটিং। সেখানেই দলকে শিরোপার মন্ত্রে উজ্জীবিত করেছেন অধিনায়ক।
সভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের লক্ষ্যের কথা জানালেন আবু জায়েদ চৌধুরী। লক্ষ্য পূরণে এই পেসারকে আশাবাদী করছে মাশরাফির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে সফরে ওয়ানডে সিরিজ জয়ের অভিজ্ঞতা। ‘পরিকল্পনা যদি জানতে চান, তাহলে আমরা বলব চ্যাম্পিয়ন হতে চাই। একটু আগে ড্রেসিং রুমে মিটিং হয়েছে আমাদের। মাশরাফি ভাই বলেছেন, বিশ্বাস রাখতে হবে যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। শুধুই অংশ নিতে যাচ্ছি না আমরা।’
“মাশরাফি ভাইয়ের সঙ্গে গত সিরিজই ছিল আমার প্রথম সফর। গায়ানায় যখন তাকে দেখেছি, অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। উনি আমাদের বিশ্বাস দিয়েছিলেন যে, ‘যদি তোরা বিশ্বাস রাখিস, তাহলে অবশ্যই পারবি।’ বিশ্বাস করেছিলাম বলেই আমরা পেরেছি।”
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়বে আগামী ৯ সেপ্টেম্বর।