বঙ্গবন্ধু সেনা পরিষদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন সরদার মুজিব
নবগঠিত বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন সরদার মুজিব। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ.সভাপতি সরদার মুজিব আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসন থেকে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী। গত ১০ম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি দীর্ঘদিন তালা ও কলারোয়া উপজেলা চষে বেড়াচ্ছেন নৌকার পক্ষে জনমত গড়তে। শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে তিনি প্রয়াস চালাচ্ছেন সংসদীয় আসনের এ প্রান্ত থেকে ওই প্রান্তে। আসন্ন সংসদ নির্বাচনে তিনি দলটির শক্ত মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতোমধ্যে বিবেচিত হয়েছেন। বঙ্গবন্ধু সেনা পরিষদ গঠনের পর থেকেই রাজধানী ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন সভা-সেমিনার অনুষ্ঠিত হয়েছে।