শ্যামনগরে ঘরবাড়ি ভাঙচুর ও স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাধঘাটা গ্রামের পক্ষাঘাতগ্রস্ত হোটেল ব্যবসায়ী নূর আলী গাজীর বাড়িতে হামলা চালানো হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে সন্ত্রাসী মোস্তফা ও মিঠুর নেতৃত্বে এ হামলা চালানো হয়। হাতুড়ি ও শাবল দিয়ে অবশিষ্ট একটি ঘর ভাঙচুর ও লুটপাট শেষে পক্ষাঘাতগ্রস্ত নূর আলীকে মারপিটের পর ঘর থেকে টেনে হিচড়ে বের করে রাস্তায় ফেলে দেওয়ার সময় বাধা দেওয়ায় এক গৃহবধূসহ ছয়জনকে পিটিয়ে জখম করা হয়েছে। মুখ বেঁধে মোটর সাইকেলে করে অপহরণের চেষ্টা করা হয় ওই পরিবারের ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাধঘাটা গ্রামের পারভিন আক্তার জানান, বাধঘাটা গ্রামের সাবিনা খাতুন ও তার ছেলে এমদাদুল হকের কাছ থেকে চলতি বছরের মে মাসে ছয় শতক জমি কিনে সেখানে ঘরবাড়ি বানানোর পর ওই জমি তাদের দাবি করে বিক্রেতাদের আত্মীয় আব্দুল বারী তরফদার তাদেরকে উচ্ছেদের চেষ্টা করে আসছিলেন। এবং বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছেন ।
আব্দুল বারি সাংবাদিকদের বলেন, তারই ঘরবাড়ি ভেঙে নুর আলী গাজীর ছেলেরা জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছেন। মিথ্যা মামলার শিকার হয়েছেন ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, সাংবাদিক ও নির্যাতিতদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর ১৮ আগস্টের আদেশটি শনিবার সকালে প্রতিপক্ষ বারী মাষ্টারকে পৌঁছে দেওয়া হয়েছে।