মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত
মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার ভোর রাতে লাউপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
পরে শনিবার সকালে মাগুরা থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, শনিবার ভোরে শহরের লাউপাড়ায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
Please follow and like us: