আশাশুনির দয়ারঘাটে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল
আশাশুনি সদরের দয়ারঘাটে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। উপজেলা সদর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে দয়ারঘাট গ্রামের দুখীরাম মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকায় বাধটিতে ফাটল ধরায় যেকোনো সময় তা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এতে বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
শুক্রবার (২৪ আগস্ট) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্প্রতি মেরামত করা বাঁধটির প্রায় ১৫ হাত এলাকাজুড়ে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। নদী গর্ভে ধ্বসে পড়েছে বেশ কিছুটা অংশ। বাঁধ ভাঙতে ভাঙতে কোন কোন জায়গায় মাত্র এক ফুট অবশিষ্ট আছে। নিচে কোনরকমে বাঁশের পাইলিং দেয়া হলেও তাও নদীতে যেতে বসেছে।
এদিকে, আজ (শনিবার) পূর্ণিমা শুরু হলে নদীর জোয়ার ও স্রোত বাড়বে, এতে বাঁধ ভেঙে প্লাবনের আশংকায় শঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা জানান, ঠিকাদার বাঁধটি মেরামত করে গেছে এখনো এক মাস হয়নি। এর আগে কমপক্ষে সাতবার ভেঙেছে। নদী শাসনের কোন ব্যবস্থা না নিয়ে বারবার পিছিয়ে বাঁধ দিতে থাকার কারণে দয়ারঘাট ও জেলেখালী নামক দুটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থায়ীভাবে সমাধান করতে হলে নদী শাসনের পাশাপাশি বল্লী বা পিলার দিয়ে উঁচু করে বাঁধ নির্মাণ করা প্রয়োজন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসি ল্যান্ড) মিজাবে রহমত বলেন, বাঁধটি মেরামত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।