তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি-১৪ ব্যাজের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
“আমরাই এক, একই আমাদের শক্তি আর আমাদের শক্তি আমাদের ঘিরেই ” এ স্লোগান কে সামনে রেখে তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-২০১৪ ব্যাজ উক্ত স্কুলের হল রুমে ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে। এসময় তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪ ব্যাজের সকল বন্ধুরা তাদের ফিরে দেখা দুরন্ত শৈশবকে স্মৃতিচারণ করে নাচ,গানের ভুবনে আড্ডায় মেতে উঠে এবং বিকেলে ফুটবল খেলার মধ্যে দিয়ে তাদের ঈদ পুনর্মিলনী শেষ হয়।
Please follow and like us: