কাদাকাটিতে ঈদ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আশাশুনি উপজেলার আরার কাদাকাটি গ্রামের ঐতিহ্যবাহী ‘মক্কার পুকুরে’ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আকার্ষণীয় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আরার স্পোর্টিং ক্লাব এর আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাঁতারুদের অংশ গ্রহণে ১ রাউন্ডে আশিকুর রহমান, কেরামত আলি, সহিদুল্যা লিটন, ২য় রাউন্ডে খলিলুর রহমান, রিপন, সোহান এবং ৩য় রাউন্ডে মিলন, লাভলু ও জাহিদ জয়ি হয়ে শেষ রাউন্ডে ৯জন অংশ নেন। আশিকুর রহমান ১ম স্থান, রিপন ২য় স্থান ও সহিদুল্যা ৩য় স্থান অধিকার করেন। আলহাজ্ব ডাঃ গাওছুল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক সোহরাব হোসেন, আশরাফ হোসেন টুকা, ইউপি মেম্বার রুহল আমিন, বিশিষ্ট চিংড়ী ব্যবসায়ী সাজ্জাদুল হক টিটুল, সমাজ সেবক বসির আহম্মেদ টুকু, তানভির আহম্মেদ, হাশেম আলি সরদার, মুকুল মোড়ল, শাহিনুর হক প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে পুরুস্কার বিতরণ করা হয়। সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন, সাতক্ষীরা জজ কোর্টের বারের যুগ্ম সাধারণ সম্পাদক এড. জিয়াউর রহমান।