ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার মারা গেছেন
ভারতের প্রখ্যাত সাংবাদিক ও লেখক কুলদীপ নায়ার মারা গেছেন। বৃহস্পতিবার সকালে দিল্লির একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
কুলদীপ নায়ার রাজনৈতিক বিশ্লেষণের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। তার লেখা ভারত সহ বিভিন্ন দেশের ৮০টি পত্র-পত্রিকায় ১৪টি ভাষায় প্রকাশিত হয়ে থাকে। মাতৃভাষা উর্দু হলেও তিনি প্রধানত ইংরেজিতে লিখে থাকেন। জীবনের এক পর্যায়ে তিনি যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার-এর দায়িত্ব পালন করেছেন।
২০১৬ সালের ০৫ ফেব্রুয়ারি ঢাকায় এসেছিলেন কুলদীপ নায়া। দি ডেইলি স্টারের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসেছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার দিক দিয়ে এশিয়ার অন্যান্য দেশগুলোর কাছে বাংলাদেশ অনুসরণীয় দৃষ্টান্ত। শুধু গণতন্ত্রে নয়, সব দিক দিয়েই এগোচ্ছে দেশটি। জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে কুলদীপ নায়ার বলেন, আজকের বাংলাদেশ আত্মবিশ্বাসে বলীয়ান।
কুলদীপ নায়ারের জন্ম ১৯২৩ সালের ১৪ অগাস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে (বর্তমানে পাকিস্তানে) । আইন শাস্ত্রে লেখাপড়া করেও তিনি কর্মজীবন শুরু করেন উর্দু পত্রিকা দৈনিক আনজামের একজন প্রতিবেদক হিসেবে। এরপর দীর্ঘ ক্যারিয়ারে নিজের পরিচয়কে তিনি বিস্তৃত করেছেন বহুমাত্রায়।
ভারতের ইংরেজি দৈনিক ইনডিয়ান এক্সপ্রেস এবং স্টেটসম্যান সম্পাদনা করা কুলদীপ নায়ার ছিলেন সেইসব সাংবাদিকদের একজন, যারা সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর সময়ে জরুরি অবস্থা জারির বিরোধিতায় সরব হয়েছিলেন। প্রতিবাদী হওয়ায় তাকে কারাগারেও যেতে হয়েছিল।
কুলদীপ নায়ার ১৯৯০ এর দশকের শুরুতে যুক্তরাজ্যে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ধর্মীয় উগ্রবাদের পাশাপাশি উগ্র জাতীয়তাবাদের বিরোধিতায় সরব এই কলামিস্ট শেষ বয়সে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন তার রাজনৈতিক বিশ্লেষণের জন্য। তিনি মনে করতেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও ভারতের দূরত্ব কমিয়ে আনা প্রয়োজন।