৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী আটক
ট্রাকে করে পাচারের সময় ৩৯৬ পিস ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার গভীর রাতে শহরের নিউ মার্কেট মোড়ে এআটকের ঘটে।
আটকৃতরা হলেন সাতক্ষীরা সদরের গয়েষপুর গ্রামের এবাদুলের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩১) ও যশোর জেলার ঝিগড়গাছা থানার কুমড়ী গ্রামের মৃত করিম সরদারের ছেলে আবুল কালাম (৪৫)।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলি আহমেদ হাসেমী জানান গোপন সূত্রে পাওয়া খবরে জানাযায় সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ট্রাকে করে ফেনসিডিলের একটি বড়ো চালান পাচার করা হচ্ছে। পুলিশ পরিদর্শক শাহরিয়ার হাসান জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নিয়ে গভীর রাতে শহরের নিউ মার্কেট মোড়ে অভিযান চালায়। অভিযানে যশোরÑড ১১-১১২২ নাম্বারের ট্রাক তল্লাশি করলে বস্তা ভর্তি ৩শ ৯৬ পিস ফেনসিডিল পাওয়া যায় এসময় আব্দুল্লাহ ও আবুল কালাম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করাহয়।
তিনি আরো জানান, ঈদ উপলক্ষে ফেনসিডিল পাচার করা হচ্ছিল। আটক মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।