১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
ফুলটির নাম ‘মৃত্যুকুসুম’। কোনো রহস্য উপন্যাসের ফুল নয়, এ ফুল রয়েছে পৃথিবীতেই। ডাক নাম ‘কর্পস ফ্লাওয়ার’। ফুলটি ১৫ বছরে একবার ফোটে। যা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ।
জানা যায়, সম্প্রতি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন লাইব্রেরির বাগানে ফুটেছে এ ফুল। হান্টিংটন লাইব্রেরিতে মৃত্যুকুসুম দেখতে আসাদের মতে, এ ফুল দেখা সারা জীবন মনে রাখার মতো একটি ঘটনা।
Please follow and like us: