বাড্ডায় প্রিমিয়ার ব্যাংকের ২৩ লাখ টাকা লুট
রাজধানীর বাড্ডা লিংক রোডের প্রিমিয়ার ব্যাংকের শাখায় ঢুকে ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৩ লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন গাজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বাড্ডা থানায় মৌখিক অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
তিনি বলেন, সোমবার ব্যাংক লেনদেনের সময় প্রিমিয়ার ব্যাংকে ঢুকে ম্যানেজারকে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তি সব স্টাফকে ভল্ট রুমে জিম্মি করে। তারপর ক্যাশ কাউন্টার থেকে ২৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ইয়াসিন গাজী বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. আশরাফুল করিম বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। পুরো ঘটনা জানতে সেখানকার স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের এডিসি মো. শাহজাহান জানান, বাড্ডা থানা পুলিশের কাছে এ ধরনের একটা অভিযোগ যাওয়ার খবরে ছায়া তদন্ত শুরু করেছে ডিবি পুলিশ। তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি।