প্রিয়াঙ্কা যখন বিশ্বসুন্দরী, নিকের তখন স্কুল যাত্রা শুরু
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাস। অনেক জল্পনা কল্পার পরে অবশেষে আর্শিবাদ এবং বাগদান সম্পন্ন করলেন তারা। তবে তাদের বয়স নিয়ে গুঞ্জন যেন কিছুতেই কমছে না।
প্রিয়াঙ্কা নিকের থেকে প্রায় ১১ বছরের বড়। তবে এ নিয়ে তাদের দুজনের কোন সমস্যা নেই বলেও জানিয়েছেন এ তারকা যুগল। কেননা প্রেম তো তার বয়স দেখে না!
তবে সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে প্রিয়াঙ্কা যখন মিস ওয়ার্ল্ড খেতাব পায় তখন নিকের বয়স মাত্র ৮ বছর ছিলো। আর সে বয়সে নিক গুটি গুটি পায়ে স্কুলে যাওয়া শুরু করেছিল মাত্র।
Please follow and like us: