এশিয়ান গেমসের হকিতে জয় পেল বাংলাদেশ
এশিয়ান গেমসে হকিতে ওমানকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।
সোমবার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আরশাদ হোসেন। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলে সমতায় ফেরে ওমান।
ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে বাংলাদেশকে এগিয়ে দেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। ২৮ মিনিটে করা তার ওই গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
আগামী ২২ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
Please follow and like us: