সাতক্ষীরা দুই মাদক ব্যবসায়ী সহ ৩’শ ৯৬ বোতল ফেনসিডিল ও ট্রাক জব্দ
সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকা থেকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ভোরে শহরের নিউ মার্কেট মোড় থেকে দুই চোরাকারবারিকে আটক করা হয় ও একটি ট্রাক জব্দ হয়।
আটকৃতরা হলেন সাতক্ষীরা সদরের গয়েষপুর গ্রামের এবাদুলের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩১) ও যশোর জেলার ঝিগড়গাছা থানার কুমড়ী গ্রামের মৃত করিম সরদারের ছেলে আবুল কালাম (৪৫)।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, ভোমরা থেকে ট্রাক করে একটি মাদকের চালান সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের নিউ মার্কেট মোড় এলাকায় ট্রাক যার নম্বর যশোর ড-১১-১১২২, তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এবং ট্রাক জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে