ভারতকে চালকের আসনে বসালেন পান্ডিয়া
ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ভারত ৩২৯ রানে অলআউট হয়ে গেলে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। হার্দিক পান্ডিয়ার তোপের মুখে ইলিশরা এক সেশনেই গুটিয়ে যায়। ৩৮.২ ওভার খেলে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ১৬১ রান। ১৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১২৪ রান তোলেন ভারতীয় ব্যাটসম্যানরা।
দলীয় ৬০ রানে ভারতের প্রথম উইকেটের পতন ঘটে। ১২তম ওভারে ব্যক্তিগত ৩৬ রান করে স্টোকসের বলে বোল্ড হয়ে ফেরেন রাহুল। তবে অন্য প্রান্ত আগলে রাখেন আরেক ওপেনার শেখর ধাওয়ান। পুজারাকে সঙ্গে নিয়ে ছোট একটা জুটিও গড়ে তোলেন। দলের ১১১ রানের মাথায় রশিদের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ধাওয়ানের সংগ্রহ ছিল ৪৪। শেখর ধাওয়ান সাজঘরে ফিরলে ক্রিজে আসেন কোহলি।
পান্ডিয়া একাই ইংলিশদের ৫ উইকেট নিয়েছেন। সেটিও ২৯ বলের এক আগুনঝরা সুইং প্রদর্শনীর স্পেলে!