বাতিল হলো ফিরতি টিকিট
বাংলাদেশ গ্রুপ পর্ব পার হতে পারবে না বলে ধরেই নিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। ফলে ইন্দোনেশিয়া থেকে দেশে ফেরার ২১ আগস্টের টিকিট করে রাখা হয়েছিল। গতকাল শেষ ষোলো নিশ্চিত হওয়ায় বদল করা হয়েছে টিকিট।
একটি জয়ই তো! কিন্তু এশিয়ান গেমস ফুটবলে কাতারের বিপক্ষে বাংলাদেশের জয়টি যে অন্য যেকোনো বিজয়ের চেয়ে আলাদা, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই গতকালের পর দেশের ফুটবলের পরিবেশে খানিক বদলের ছোঁয়া। আর সবার আগে যা করতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, তা হলো ইন্দোনেশিয়া থেকে ফুটবল দলের ফিরতি টিকিট বদল করা।
Please follow and like us: