দ্বন্দ্ব মিটিয়ে কামাল-বি. চৌধুরীর বৈঠকে তিন সিদ্ধান্ত
দেশের বর্ষীয়ান দুই প্রবীণ রাজনীতিবিদ সংবিধানের প্রণেতা ড. কামাল হোসেন ও সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর মধ্যে নেতৃত্ব নিয়ে বিভেদ কম দিনের নয়। তাদের মধ্যেকার এই দ্বন্দ্বের কারণেই এতদিনেও যুক্তফ্রন্ট পূর্ণাঙ্গ রূপ নিতে পারেনি। তবে তাদের মধ্যেকার নেতৃত্বের সেই বিভেদ মিটে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্য ঘোষণা দেবেন।
রোববার রাতে বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) মান্নানের গুলশানের বাসায় এ বিষয়ে একটি বৈঠক হয়। বৈঠকটি রাত সাড়ে ৮টায় শুরু হয়ে চলে রাত ১১টা পর্যন্ত।
বৈঠকে বদরুদ্দোজা চৌধুরী এবং কামাল হোসেন জাতীয় ঐক্যের বিষয়ে একমত হয়েছেন বলে নিশ্চিত করে জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন জানান, গতরাতের বৈঠকে তিনটি সিদ্ধান্ত হয়েছে।
এক. সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম যৌথভাবে জাতীয় ঐক্য নিয়ে কাজ করবেন।
দুই. আগামীকাল সোমবার এই দুই নেতা কর্মসূচি নির্ধারণ করবেন।
তিন. ঈদের পরে সুবিধাজনক সময়ে যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় ঐক্য ঘোষণা দেবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- ড.কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরীর, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।