তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারপিট
তালা উপজেলার প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মো. মাহফুজুর রহমানকে মারপিট ও এসিল্যান্ড অনিমেষ কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করেছেন তালা থানার কতিপয় নেতারা । রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার সময় অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। তাৎক্ষণিক তালা থানা পুলিশ তাকে উদ্ধার করেন।
উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এমন ঘটনা ঘটেছে বলে উপজেলা পরিষদের দায়িত্বশীল ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সময় স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, উপজেলা আ.লীগ নেতা সিরাজুল ইসলাম, সাহাবুদ্দীন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক এক ইউপি সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, মারপিটের এক পর্যায়ে প্রকল্প অফিসার ও এসিল্যান্ড বাথরুমের মধ্যে লুকিয়ে ছিলো।
তবে এ বিষয়ে জানতে চাই সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ বলেন, আমি সরাসরি ছাড়া কথা বলি না। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।
অন্যদিকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ঘটনা বিশেষ কিছু নয়। ঘটনাটি জানতে থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলের সঙ্গে একাধিকার যোগাযোগ করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।
জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন বলেন, কর্মসৃজনের টাকা নিয়ে কথা কাটাকাটি ও ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু মারপিটের ঘটনা ঘটেনি।