কলারোয়ায় দুঃস্থদের মাঝে চেক বিতরণ করলেন-এড. মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি
কলারোয়ায় সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, এমপি’র সৌজন্যে দুঃস্থ জনগণের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। পবিত্র ঈদের আগে চেক প্রাপ্তির আনন্দে দুঃস্থ মানুষগুলো দারুণ আপ্লুত।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, সেলিনা আনোয়ার ময়না, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী। ইউএনও মনিরা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, শেখ ইমরান হোসেন, রবিউল হাসান, শামছুদ্দীন আল মাসুদ বাবু, মনিরুল ইসলাম মনি, আফজাল হোসেন হাবিল, মাহাবুবুর রহমান মফে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, শিক্ষা কর্মকর্তা আকবর আলি, পাবলিক ইন্সটিটিউট’র সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ জাহিদুর রহমান, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মাস্টার আব্দুর রউফ, সাংবাদিক মাস্টার শেখ শাজাহান আলি শাহিন, মোস্তফা হোসেন বাবলু, আরিফুল হক চৌধুরী, জুলফিকার আলী, আকবর আলি, জাহিদুল ইসলাম, কাজল মেম্বার, আকলিমা মেম্বর, সমাজসেবা অফিসের আব্দুস সামাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ৫০ জন দুঃস্থ মানুষের মাঝে ৩ হাজার টাকা করে সর্বমোট ১লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন।
সামান্যতেই খুশি এ মানুষগুলোর ঈদ কাটুক আনন্দ আর খুশিতে এমন প্রত্যাশা করেছেন আমাদের প্রতিনিধি কামরুল হাসান।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি এড. মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি।