সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাল্টিকমপ্লেক্স মার্কেটে উদ্বোধন
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাল্টিকমপ্লেক্স মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরার জেলা প্রশাসক ও আহ্ছানিয়া মিশনের সভাপতি মোহাম্মদ ইফতেখার হোসেন ফিতা কেটে ফলক উন্মোচন করে মার্কেটের উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব কাজী মনিরুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ম সম্পাদক এড. মোনায়েম খান চৌধুরী, কোষাধ্যক্ষ আবুল কাসেম, নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ, মীর আমজাদ হোসেন, হাফিজুল আল মাহমুদ রিটু, আহছান কবীর মুকুল, আব্দুল আলিম, জুলফিকার হায়দার সাগর, আজহারুল ইসলাম পুটু, জি এম মাহবুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। এসময় জাহান প্রেসের স্বত্বাধিকারী আবু শোয়েব এবেল, ডা: মিজানুর রহমান, আলহাজ্ব আক্তারুজ্জামান, মহিদুল হক, শরিফুল ইসলাম, মজনুর রহমান প্রমুখ উপস্থিত ছিল। জেলা প্রশাসক এসময় নির্মাণ কাজের অগ্রগতি দেখে কর্মকর্তাদের ভূয়সি প্রসংসা করেন। পরে মিশনের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কর্মকর্তাদের সাথে মিশন অফিসে এক আলোচনায় মিলিত হন