শ্যামনগরে বজ্রপাতে এক শ্রমিক নিহত: আহত ১
সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালীতে আকষ্মিক বজ্রপাতে শ্রমিক সুভাষিনী মুন্ডা(৫৫) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তারই নাতি প্রসেনজিৎ মুন্ডা(১৩)। নিহত শ্রমিক ভেটখালি গ্রামের মৃত নেতাই মুন্ডার স্ত্রী।
স্থানীরা জানান, আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে সুভাষিনী মুন্ডাসহ কিছু শ্রমিক ধান ক্ষেতে কাজ করছিলেন। এসময় আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলে সুভাষিনী মুন্ডা নিহত হন এবং প্রসেনজিৎ মুন্ডা গুরুত্বর আহত হন। আহত প্রসেনজিৎ মুন্ডাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: