সরকারের দৃষ্টি ফেরাতে বৃহন্নলাদের নগ্ন প্রতিবাদ
সমাজিকভাবে কোনো সম্মান নেই। নেই অন্নসংস্থানের সঠিক ব্যবস্থা। প্রবল অসম্মান ও দারিদ্রের মধ্যে দিয়ে দিন কাটাতে বৃহন্নলাদের। তাদের ব্যাপারে সরকারেরও কোন পদক্ষেপ নেই। দীর্ঘদিন ধরে নিজেদের দাবি-দাওয়া আদায়ের চেষ্টায় একের পর এক কর্মসূচি নিয়েছেন বৃহন্নলারা। এতে কোনোভাবেই সরকারের টনক নড়ছিল না।
তাই রাজধানী দিল্লির বৃহন্নলারা নগ্ন প্রতিবাদের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তাদের এই অভিনব প্রতিবাদে রাজধানীর ট্রাফিক কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেউ নগ্ন অবস্থায় শুয়ে রাস্তার ওপর, কেউ আবার অর্ধনগ্ন অবস্থায় রাস্তা দিয়ে যাওয়া গাড়ির ওপর নাচানাচি করেছেন। ৮-১০ জন বৃহন্নলার এমন কাণ্ড অনেকেই অবাক করেছে। আর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির গ্রিন পার্ক এলাকায়।
তবে বৃহন্নলারা যে বেশ বাধ্য হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন তা জানাজানি হতে সময় লাগেনি। তবে এমন প্রতিবাদের ধরণ নিয়ে সরব হয়েছে সমাজের বিভিন্ন মহল। বৃহন্নলাদের সেই কাণ্ডের ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর পুলিশ বেশ কয়েকজন বৃহন্নলাকে গ্রেপ্তারও করেছে।
তবে দিল্লি পুলিশের তরফে তাদের জন্য এবার কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। পুলিশের যুব প্রকল্পের আওতায় হসপিটালিটি সেক্টরে এইসব বৃহন্নলাদের চাকরি দেয়ার কথা ভাবছেন তারা।