মা হতে যাচ্ছেন শুভশ্রী!
কয়েকমাস আগে জিৎ-এর করা একটি টুইট ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। লোকের মুখে মুখে ঘুরছিল একটাই কথা, মা হতে যাচ্ছেন শুভশ্রী! সে জল্পনা অনেক কায়দা করে সামাল দিয়েছেন নায়িকা। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আবারো ফিরে এসেছে সেই গুঞ্জন।
প্রেগন্যান্ট শুভশ্রী! সৌজন্যে বনি সেনগুপ্ত। সম্প্রতি ছিল টলিপাড়ার এই অভিনেতার জন্মদিন। সেই উপলক্ষে টুইটারে ‘বার্থ-ডে’ বয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান করেন নায়িকা। তার উত্তরে বনি লিখেন, ধন্যবান বৌদি নাকি মাম্মি।
বনির এই টুইট নিয়েই ছড়িয়েছে জল্পনা। অনেকে বলছেন মা হতে যাচ্ছেন অভিনেত্রী তাই এমন টুইট। আপাতত এক টুইট ঘিরে টলিপাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। লোকের মুখে মুখে ফিরছে একটাই খবর, অন্তঃসত্ত্বা শুভশ্রী। আসলে লোকের কী দোষ! যে হারে চমক দিয়ে চলেছে রাক-শুভ তাতে সন্তানের খবর দিলে ঘাবড়ে যাবেন না মানুষ।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিয়ের পর কিন্তু বাচ্চাদের নিয়ে ছবিও বানাচ্ছেন রাজ চক্রবর্তী। আর তাতে সন্দেহের তীর আরো বাড়ছে। কিন্তু সত্যি কী বাবা হতে চলেছেন পরিচালক? উত্তরের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আরো এক চমকের জন্য।
ছোটদের নিয়ে বড় বিষয় পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক। আজকাল প্রায় বিলুপ্তর পথে পশ্চিমবঙ্গের রয়্যাল বেঙ্গল টাইগার। এদিকে দিন দিন বেড়ে চলেছে চোরা শিকারিদের উপদ্রব। আর এই জঙ্গলের চোর শিকার এবার রাজের হাতিয়ার।
সদ্য মুক্তি পেয়েছে ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’-এর পোস্টার। যেখানে জোজোর ভূমিকায় দেখা যাবে অভিনেতা জয়জিৎ চট্টোপাধ্যায়ের ছেলে জশোজিৎকে।