তালায় ৫০জন দুঃস্থ জনগণের মাঝে চেক বিতরণ
ঈদুল আযহা উপলক্ষে তালায় ৫০ জন দুঃস্থ জনগণের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
রোববার সকালে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ পরিষদ থেকে প্রদত্ত চেক বিতারণ অনুষ্ঠানে তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে চেক বিতরণ করেন এড. মুস্তফা লুৎফুল্লাহ(এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম।
Please follow and like us: