আদালত চলাকালিন বাদি পক্ষের আইনজীবির উপর হামলা
আদালত চলাকালিন সময়ে বাদি পক্ষের আইনজীবির উপর হামলা চালানো হয়েছে। আসামি দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি বাদি পক্ষের আইনজীবির উপর এ হামলা চালায় বলে আইনজীবীরা জানায়। জানা যায়, গত ২০ জুন দেবহাটা উপজেলা চেয়ারম্যানের অফিসে টিআর (টেস্ট রিলিফ) ও কাবিটাসহ (কাজের বিনিময়ের টাকা) বিভিন্ন প্রকল্পের টাকা বরাদ্দ নিয়ে সভা চলছিল। এ সময় প্রকল্পের কাজ নিয়ে কিছু বাকবিতন্ডতা হওয়ায় চেয়ারম্যানের নির্দেশে তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনকে গুলি করে হত্যা চেষ্টা করেন। ওই অস্ত্র (শর্টগান) দিয়ে তাকে উপর্যুপরি আঘাতও করা হয়। একই সময়ে তাকে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন তারা। একপর্যায়ে তিনি মেঝেতে পড়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজ আল আসাদসহ সেখানে থাকা অন্যরা তাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ভাইস চেয়ারম্যান খোকন বাদি হয়ে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনিকে ১নং আসামি করে ৯ জনের নামে একটি মামলা করে। রোববার বেলা ১১টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলার শুনানির দিন থাকলে উভয় পক্ষের উপস্থিতে আদালতের কার্যক্রম শুরু হয়।
বাদি পক্ষের আইনজীবি এপিপি আব্দুর রহমান জানায়, মামলার ১নং আসামি উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি শুনানি চলাকালিন সময়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তখন আদালতের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ম্যাজিস্ট্রেট আদালত ত্যাগ করেন। একপর্যায়ে চেয়ারম্যান গনি আমার উপর আদালতের ভিতরে হামলা চালায় কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে সে হামলা চালাতে ব্যর্থ হয়। আদালত চলাকালীন সময়ে একজন আইনজীবীর উপর এধরনের হামলার ঘটনায় বিচার দাবী করেছেন আইনজীবী এড. আব্দুর রহমান।