অধ্যক্ষ তমিজ উদ্দীন আহম্মেদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরনসভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যক্ষ তমিজ উদ্দীন আহম্মাদ এর চতুর্থ মৃত্যুবাষির্কী উপলক্ষে স্মরণসভা, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে ১৯ আগস্ট রবিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথিরর বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মাদ মাছুম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ রাজিব হাসান, মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি ও রিপোর্টস ক্লাবের সভাপতি নিয়জ কওছার তুহিন, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম। প্রেসক্লাবের সহ সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ রমিজ উদ্দিন, মৌতলা মাদ্রাসার সুপার মহাসিন উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আশরাফুল ইসলাম আজিজী।