রাজধানীতে মাইক্রোবাস চাপায় নিহত ১
রাজধানীর তেজগাঁও এলাকায় মাইক্রোবাস চাপায় শফিকুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। শনিবার ভোরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার এসআই মো. আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শফিকুল ইসলাম শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার তারাকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং আহত ইসমাঈল একই এলাকার মোশাররফ হোসেনের ছেলে।
এসআই মো. আলী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় রাতে রোড ডিভাইডার সংস্কারের কাজ করছিল শ্রমিকরা। রাত আনুমানিক ৩টার দিকে একটি দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের ওপর তুলে দেয়। এতে দু’জন শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক ভোর পৌনে ৫ টায় শফিকুলকে মৃত ঘোষনা করেন। আহত ইসমাঈল হোসেন চিকিৎসাধীন রয়েছেন।
মাইক্রোবাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
Please follow and like us: