দীপিকা-রণবীরের বিয়েতে নিষিদ্ধ…
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। দীর্ঘ চার বছর প্রেম করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। চলতি বছরের ২০ নভেম্বর ইতালির ভেনিসে বিয়ে করবেন এ তারকা জুটি।
বিয়ে সামাজিক রীতি হলেও এই শুভ কাজটি একেবারেই লোকচক্ষুর আড়াল করতে চাইছেন ‘রামলীলা’ জুটি। আর যে কারণে তাদের বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা মাত্র ৩০ জন। বিয়েতে পারিবারিক সদস্য ও কাছের বন্ধু ছাড়া কাউকেই নাকি আমন্ত্রণ জানানো হয়নি।
শুধু তাই নয় বিয়ের গোপনীয়তা রক্ষায় আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানে মোবাইল ফোন না আনার অনুরোধও করেছেন তারা।
আর এমন সিদ্ধান্তের কারণ হিসেবে দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, তারা চান না বিয়ের ছবিতে সোশ্যাল মিডিয়ার হোমপেজ ভেসে যাক। প্রকাশ হোক বিয়ের কোনো ভিডিও।
তবে এমন গোপনীয়তা বিয়ে বলিউডে এই প্রথম নয়, এর আগেও অবশ্য এর আগেও এমন গোপনীয়তা রক্ষা করে বিয়ে হয়েছিলো।