গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় নারী শ্রমিক নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শাহজালাল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সালমা বেগম বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকার হারুন শরীফের স্ত্রী। তিনি গাজীপুর সিটির ইটাহাটা এলাকার দিগন্ত সুয়েটার কারখানার শ্রমিক ছিলেন।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো.কাওসার আলম জানান,ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ওই নারীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। চালক পালিয়ে গেছে। চালকের সহকারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us: