এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ শনিবার
সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ শনিবার প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক জিয়াউল হক শুক্রবার সমকালকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আবেদনকারীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে। আবার শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
গত ১৯ জুলাই এবারের এইচএসসির ফল প্রকাশিত হয়। এরপর গত ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করে শিক্ষাবোর্ডগুলো। কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এবার সোয়া লাখ শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। গত বছরের তুলনায় আবেদনকারী বেড়েছে ১৫ হাজার। আর আবেদনের সংখ্যা বেড়েছে ৩৩ হাজারের বেশি। গত কয়েক বছর ধরে আবেদনের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে।
গত ২ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত সারাদেশে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী অংশ নেয়। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে ৬৬.৬৪ শতাংশ শিক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ।
এবার মোট পাস করে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন শিক্ষার্থী। জিপিএ ৫ পায় ২৯ হাজার ২৬২ জন।