সাতক্ষীরা পৌর এলাকায় কোরবানির জন্য ৬৪টি স্থান নির্ধারণ
সাতক্ষীরা পৌর এলাকার ৬৪টি স্থান পশু কোরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। দ্রুত কোরবানির বর্জ্য অপসারণে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর, স্থানীয় মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
বর্জ্য অপসারণে ঈদের দিন তিনটি ট্রাক ও একটি আলমসাধু নিয়ে ৫০ জন শ্রমিক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বর্জ্য অপসারণের কাজ করবে পৌরসভা সূত্র জানিয়েছে।
১ নম্বর ওয়ার্ডে কাটিয়া ঢালীপাড়া আজিজুল ঢালীর বাড়ির পাশে, কাটিয়া লস্করপাড়া আল আরাবীয়া জামে মসজিদ প্রাঙ্গণে, মধ্যকাটিয়া মাঠপাড়া নবনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, উত্তর কাটিয়া চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায়, মিলবাজার ঈদগাহ ময়দান মাঠ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ, মধ্যকাটিয়া বায়তুন নূর জামে মসজিদ মাঠ, উত্তর কাটিয়া নিকারীপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে।
২ নম্বর ওয়ার্ডে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ, কাটিয়া সরকারপাড়া জান্নাতুল বাকী জামে মসজিদ মাঠ ও লস্করপাড়া ঈদগাহ ময়দান।
৩ নম্বর ওয়ার্ডে পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা মাঠ, পুরাতন সাতক্ষীরা মদিনা মসজিদ ঈদগাহ ময়দান মাঠ, পল্লীমঙ্গল স্কুল মাঠ, পুরাতন সাতক্ষীরা ছয়আনি জমিদার বাড়ির খোলা মাঠ, ঘুড্ডেরডাঙ্গী ঈদগাহ মাঠ, দক্ষিণ শেখপাড়া ঈদগাহ মাঠ, পুরাতন সাতক্ষীরা অ্যাডভোকেট আ. রউফের আম বাগানের মাঠ, পুরাতন সাতক্ষীরা সিদ্দিকিয়া জামে মসজিদের মাঠ।
৪ নম্বর ওয়ার্ডে সুলতানপুর ক্লাব মাঠ, কাজীপাড়া মসজিদ প্রাঙ্গণ, সুলতানপুর বটতলার মাঠ, সুলতানপুর পিটিআই মাঠ, দক্ষিণ সুলতানপুর ঈদগাহ মায়দান মাঠ, প্রাণসায়ের সিটি মার্কেটের সামনে।
৫ নম্বর ওয়ার্ডে গড়েরকান্দা আহ্লে হাদীস জামে মসজিদের সামনের মাঠ, পারকুখরালী ডাঙ্গীপাড়া জামে মসজিদের ঈদগাহ মাঠ, বাটকেখালী কারিমা স্কুলের মাঠ, মিয়া সাহেবেরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, পারকুখরালী খালকান্দা ঈদগাহ মাঠ।
৬ নম্বর ওয়ার্ডের টি কে বায়তুল্লাহ জামে মসজিদের মাঠ, কুখরালী উত্তরপাড়া জামে মসজিদ (আনু ভাইয়ের আম বাগান), কুখরালী মাঝেরপাড়া বায়তুল আখতার জামে মসজিদ, কুখরালী ফুটবল মাঠ, বাঁকাল ঢালীপাড়া কামরুজ্জামান কামুর মার্কেটের সামনে, বাঁকাল সরদারপাড়া নব উদয়ন সংঘের সামনে, বাঁকাল সরদারপাড়া কামাল সালামের বাড়ির সামনের মাঠে, কুখরালী মাঝেরপাড়া শাহী মসজিদ ঈদগাহ ময়দানে, বাঁকাল খাজাকীবাগ জামে মসজিদের সামনে।
৭ নম্বর ওয়ার্ড, ইটাগাছা পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ইটাগাছা জামাল প্রফেসরের চাতাল, ইটাগাছা আয়নদ্দীন মাদ্রাসার মাঠ, খড়িবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, রইছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, রইছপুর মাঝেরপাড়া ও রইছপুর ঈদগাহ মাঠ।
৮ নম্বর ওয়ার্ডে, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পলাশপোল গুড়পুকুর ঈদগাহ ময়দান, সাতক্ষীরা শপিং সেন্টারের উত্তর পাশে, রউফ চেয়ারম্যানের গ্যারেজের সামনে, পলাশপোল নিউ মার্কেট সংলগ্ন আলী মার্কেট, কামালনগর ঈদগাহ ময়দানের মাঠ, কামালনগর দক্ষিণপাড়া সিদ্দিক মিয়ার জমিতে, কামালনগর উত্তরপাড়া আহ্লে হাদীস জামে মসজিদের সামনে।
৯ নম্বর ওয়ার্ডে, মেহেদীবাগ খাদিজাতুল কোবরা জামে মসজিদ মাঠ, খুলনা রোড মোড় মুক্তিযোদ্ধা সংসদ চত্বর, রসুলপুর হাই স্কুল মাঠ, উত্তর পলাশপোল সবুর নায়েবের বাড়ির সামনে সাত্তারের মাঠ, পলাশপোল স্টেডিয়াম সংলগ্ন এলাকা, উত্তর পলাশপোল আ. রকিবের বাড়ি সংলগ্ন মাঠ, পলাশপোল আহছানিয়া জামে মসজিদের পূর্ব পাশের মাঠ ও পুলিশ লাইন্সের দক্ষিণে আমিনিয়া মাদ্রাসার মাঠ।
সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, পৌর এলাকায় কোনো অবস্থাতেই রাস্তার ওপর কোরবানি করা যাবে না। ঈদের দিন থেকে এক সপ্তাহ বর্জ্য অপসারণের কাজ চলবে। স্যাভলন, ফিনাইলসহ সাড়াশি দিয়ে প্রত্যেকটি জায়গা পরিষ্কার করা হবে। গত বছর আমাদের কার্যক্রমের ফলাফল ইতিবাচক ছিল। আশাকরি এবছরও সফল হবো।