বেনাপোল সীমান্ত থেকে ৭১৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭১৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৭ আগস্ট) সকালে বেনাপোলের শিকড়ি সীমান্তের একটি মাঠ থেকে ফেনসিডিলের চালানটি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি বলে জানান বিজিবি সদস্যরা।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, ভারত থেকে একদল চোরাচালানী মাদক দ্রব্য পাচার করে বাংলাদেশে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কোম্পানি সদরের নায়েক আব্দুল ওয়াদুদের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল শিকড়ী দক্ষিণ পশ্চিম মাঠ এলাকায় অবস্থান নেয়। এ সময় ১০-১২জনকে বস্তা মাথায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বস্তাগুলো তল্লাশি করে ৭১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।
জব্দকৃত ফেনসিডিল মাদকদ্রব্য যশোর ব্যাটালিয়নে জমা করা হবে বলে তিনি জানান।
Please follow and like us: