ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা ৩০০ সংবাদমাধ্যম…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই সংবাদমাধ্যমের ওপর খড়গ হস্ত হয়েছেন। যা মাঝেমধ্যেই বেরিয়ে আসে। ট্রাম্পের ধারাবাহিক এমন আক্রমণের বিরুদ্ধে এবার এক জোট হয়েছে যুক্তরাষ্ট্রের তিন শতাধিক সংবাদমাধ্যম। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যম বস্টন গ্লোব গত সপ্তাহে মুক্ত সাংবাদিকতার পক্ষে প্রচারাভিযানে নামে। ট্রাম্পের আক্রমণকে তারা ‘নোংরা যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায়।
বস্টন গ্লোব গত সপ্তাহে যে আহ্বান জানিয়েছিল, তাতে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে এ প্রচার শুরু হতে যাচ্ছে বলে খবর দিয়েছে বিবিসি। ট্রাম্প ক্ষমতায় এসে সংবাদ প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে ধারাবাহিক উপহাস করতে থাকে।
একই সঙ্গে সাংবাদিকদের ‘জনগণের শত্রু’ হিসেবে বর্ণনা করেন। ট্রাম্পের এমন ভূমিকায় জাতিসংঘের বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেন যে, এ ধরনের তৎপরতা সাংবাদিকতার জন্য হুমকি। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বস্টন গ্লোব সম্পাদকীয় প্রকাশ করেছে যার মূল প্রতিপাদ্য হলো ‘সংবাদমাধ্যমের ওপর প্রশাসনের আক্রমণের বিপদ’। অন্য সংবাদমাধ্যমগুলোকেও একই ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে পত্রিকাটি।
বস্টনের এই আহ্বানে প্রাথমিকভাবে ১০০ সংবাদমাধ্যম সাড়া দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান সংবাপত্রগুলোর পাশাপাশি ছোট ছোট গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোও ওই আহ্বানে সাড়া দেওয়ায় সংখ্যাটি সাড়ে তিনশর দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানও এতে যোগ দিয়েছে। বস্টন গ্লোবের সম্পাদকীয়র শিরোনাম করা হয়েছে, ‘সাংবাদিকরা শত্রু নয়’।
Please follow and like us: