ছাদ থেকে পড়ে ঢাবি ছাত্রের মৃত্যু
ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকা সেনানিবাসে এ ঘটনা ঘটে।
মুশফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তার বাবা শফিকুল হায়দার সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ নাম প্রকাশ করে কোনো তথ্য দিতে রাজি হয়নি। তারা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। যোগাযোগ করা হলে আইএসপিআর মৃত্যুর খবর নিশ্চিত করে। তারা বলেছে, ছাদ থেকে পড়ে মারা গেছেন মুশফিক মাহবুব।
মুশফিকের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত আটটার দিকে বাসা থেকে বেরিয়ে যান মুশফিক। এরপর অনেকক্ষণ ফিরে না এলে তার বাবা বাসার ছাদে উঠে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তার লাশ আটতলা বাসার নিচে পড়ে থাকতে দেখেন। পরে লাশ উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে সেনানিবাসে তার জানাজা হয়।
বন্ধুরা জানিয়েছেন, তার লাশ কুড়িগ্রামে তাদের গ্রামের বাড়িতে দাফন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী জানান, মুশফিক বিজয় একাত্তর হলের অনাবাসিক ছাত্র ছিলেন।