কাটিয়া শাহী মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় তিনজন হাফেজকে পাগড়ী ও সনদ প্রদান
সাতক্ষীরা শহরের কাটিয়া শাহী মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় তিনজন হাফেজকে পাগড়ী ও সনদ প্রদান করা হয়েছে। শুক্রবার জুম্মাবাদ শাহী মসজিদে পাগড়ি প্রদান করা হয়। পাগড়ি ও সনদ প্রাপ্ত ছাত্ররা হলেন বড়দল এলাকার মো. হুজ্জাতুল কবির, পাইকগাছার কপিলমুনি এলাকার, এস এম জোবাইর হুসাঈন, সাতক্ষীরা রাজারবাগান এলাকার মো.আব্দুল আহাদ। পাগড়ি পরিধান করান বিশিষ্ট আলেমেদীন মাও. মুফতী হাফিজুর রহমান, প্রধান শিক্ষক হাফেজ শেখ রকিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদদৌলা সাগর, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সহ সভাপতি এনছান বাহার বুলবুল, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফিজুর রহমান আলমগীর, কোষাধ্যক্ষ আশেক নেওয়াজ মহব্বত, সাংবাদিক শেখ কামরুল ইসলাম, ফিরোজ হোসেন, হাফেজ এস এম ইসতিয়াক হোসেন, হাফেজ মনিরুজ্জামান (মিঠু), হাফেজ আল ইমরান,হাফেজ আবুল হোসেন, অভিভাবক মাও. জামিরুল ইসলাম, হাফেজ মিজানুর রহমান,সিরাজুল ইসলামসহ মসজীদ কমিটির সকল সদস্য ও মুসল্লীবৃন্দ। উল্লেখ্য পাগড়ি প্রদান শেষে দেশ ও জাতীর কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।