কলারোয়া জয় মহাপ্রভু সেবক সংঘের উদ্যোগে শোক রয়ালই
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কলারোয়া জয় মহাপ্রভু সেবক সংঘের উদ্যোগে এক আলোচনা সভা, শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৫আগস্ট বুধবার সকালে আয়োজিত ওই শোক র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ও বক্তব্য দেন-কলারোয়া জয় মহাপ্রভু সেবক সংঘ ও প্রতিষ্ঠাতা সনাতন ধর্ম স্বেচ্ছা সেবক পরিষদের সাধারণ সম্পাদক অমিত ঘোষ, সনাতন ধর্ম স্বেচ্ছা সেবক পরিষদের সভাপতি নরেন্দ্র নাথ ঘোষ, শ্রী কৃষ্ণ দাস সম্প্রদায় এর সভাপতি সুনীল চন্দ্র দাস, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ পাল, শ্রীকৃষ্ণ দাস সম্প্রদায়ের সাধারণ সম্পাদক অসীম দাস, জয় মহাপ্রভু সেবক সংঘের সাংগঠনিক সম্পাদক লক্ষণ বিশ্বাস, এছাড়া উপস্থিত ছিলেন-ময়না পাল, শ্রীকান্ত পাল, শংকার পাল, জীবন ঘোষ, বিধান রায়, শংকর ঘোষ, উত্তম কুমার দে, গোপাল ঘোষ, চিত্ত রায়, গোপাল পাল, উদয় মন্ডল, সুজন বিশ্বাস, উদয় চন্দ্র রায়, বাসু দেব পাল, অর্জুন পাল, গোপিনাথ পাল, শম্ভু নাথ পাল প্রমুখ।