এনা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, আহত ১০
গোবিন্দগঞ্জে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ায় পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের কোমরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এনা পরিবনের এসি বাসটি কোমরপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার করা হয়েছে।
Please follow and like us: