আশাশুনিতে মৎস্য ঘেরের বাধ কেটে ৫ লক্ষ টাকার মাছ লুট
আশাশুনি উপজেলার গাবতলা গ্রামে মৎস্য ঘেরের বাঁধকেটে ৫লক্ষ টাকার মাছ ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়াগেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জনাগেছে, গাবতলা গ্রামের মৃত রাজেন্দ্র নাথ দাশের পুত্র কালিপদ দাশ সহ ৫জন ওয়াপদা একোয়ারভুক্ত নদীর চরের সাড়ে ৭বিঘা জমি পাউবো’র কাছ থেকে বন্দোবস্ত নিয়ে শান্তিপূর্নভাবে চিংড়ি চাষ করে আসছেন। কিন্তু এ বছর প্রতিপক্ষ একই গ্রামের নিতাই সরকারের পত্র দেবব্রত সরকারসহ তার সহযোগীরা নদীর চরের জমি তারা বন্দোবস্ত নিয়েছেন প্রচার দিয়ে কালিপদ গংদের জমি ছেড়েদিতে হুমকী দিয়ে আসছিল। এতে কাজ না হওয়ায় একই গ্রামের উপেন্দ্র নাথ দাশের পুত্র মেম্বর উত্তম কুমার দাশের নেতৃত্বে নিতাই চন্দ্র সরকারের পুত্র দেবব্রত সরকার, রামপদ দাশের পুত্র রাজ্যেশ্বর দাশ, চন্ডি চরন সানার পুত্র শ্রীকান্ত সানা, হাজারী দাশের পুত্র অনির্বান দাশসহ ১০/১২জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে উক্ত চিংড়ি ঘেরে প্রবেশ করে কর্মচারী আমের আলী সানাকে মারপিট করে ঘেরের বাঁধ কেটে ও জালটেনে কয়েক মন মাছ ধরে নেয়। এবং ক্যাশ বাক্স ভেঙ্গে মাছ বিক্রির নগদ ৪৫ হাজার টাকা, ৪টি খেওলা জাল, ৩টি টর্চ লাইটসহ প্রয়োজীনয় জিনিশ পত্র লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪/৫ লক্ষাধিক টাকা। খবর পেয়ে ঘের মালিকসহ তার লোকজন ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ ঘের মালিক কালিপদ, স্ত্রী ময়না রানী দাশ, পুত্র সন্দিপ কুমার দাশকে মারপিট করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ঠেকাতে আসলে মাছুম বিল্লাহ গাজী, হামিদ গাজীকেও মারপিট করে।