সাতক্ষীরায় রেলিস ফাস্ট ফুড এন্ড চাইনিজ এর উদ্বোধন করলেন -এমপি রবি
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রুচি সম্মত চাইনিজ খাবারের নিশ্চয়তা দিতে যাত্রা শুরু করল রেলিস ফাস্ট ফুড এন্ড চাইনিজ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকালে শহরের প্রাণীজ সম্পদ অফিসের সামনে রেলিস ফাস্ট ফুড এন্ড চাইনিজ এর সত্বাধিকারী মো. শাহ আলমের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী, তুলসী দে, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, কোষাধ্যক্ষ শেখ আবুল কালাম, প্রচার সম্পাদক এস.এম মান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রজব আলী, ক্রীড়া সম্পাদক আহাদ আলী, এলিটন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়াপদহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মঈন উদ্দিন।