মানবতার কল্যাণে রক্তের সন্ধানে এগিয়ে চলেছে ‘‘টি জি পি. ব্লাড ব্যাংক’’ সেচ্ছাসেবী সংগঠন
মানবতার কল্যাণে রক্তের সন্ধানে এগিয়ে চলেছে “টি.জি.পি. ব্লাড ব্যাংক” রক্তদান সেচ্ছাসেবী সংগঠন। “মানবতার টানে, রক্তের সন্ধানে আমরা” এবং “আমার রক্তে যদি বাঁচে একটি প্রাণ, তবে কেনো করব না রক্তদান” এই দুটি শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে অবস্থিত “তারালী প্রামীণ পাওয়ার ব্লাড ব্যাংক” (টি জি পি) একটি বৃহৎ সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠিতা, পরিচালক ও সভাপতি – মোঃ মারুফ খান। যার /যাদের দিন-রাত অক্লান্ত পরিশ্রম, উদর মানুষিকতা, আত্মত্যাগের মহিমায় আর্তমানবতার সেবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এই সংগঠনটি। সংগঠনটির উপদেষ্টামন্ডলী হিসেবে রয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মনিরুল ইসলাম (সোনা), জাহিদ হাসান, ইউপি সদস্য, সদস্যা, এলাকার স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ সহ আরো অনেকে। যাদের উৎসাহ আর অনুপ্রেরণায় সংগঠনটি স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সংগঠনটি ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পূর্ণ করেছে (গত ৯ই জুলাই)। যেখানে তারা নানা শ্রেণির মানুষের কাছ থেকে পেয়েছে স্বপ্নছোয়া ভালবাসা। সভাপতি মারুফ জানান: “স্বেচ্ছাসেবী এই সংগঠনের সাথে পাশের এর অধিক বা প্রায় একশত ছেলেমেয়ে কাজ করছে। হাজারেরও বেশী ডোনার তাদের নামের তালিকায় রয়েছে। যে কোন ব্যক্তি যদি তার বা তাদের সংগঠনের কাছে আসে কোন রোগীর রক্তে প্রয়োজনে তখন সংগঠনের পক্ষ থেকে রক্ত ম্যানেজ করে দেন। না পারলেও যতসব যথেষ্ট চেষ্টা করেন। এখন পর্যন্ত সংগঠনটির মাধ্যমে দেড় হাজারের বেশী রক্ত দান বা এই সকল রোগীর প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি এমন সময় গিয়েছে। সভাপতি তার নিজের অর্থায়নে রোগীর রক্তের ব্যাগ কিনে দিয়েছে বল চলে সভাপতির নিজের প্রচেষ্টায় দাঁড়িয়ে রয়েছে সংগঠনটি। তার লক্ষ্য সাতক্ষীরা কালিগঞ্জ সহ খুলনা এবং বাংলাদেশের সব বিভাগে টি.জি.পি. ব্লাড ব্যাংকের দ্বারা মানুষের উপকৃত করা।” সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে-ফেসবুকে ও বিভিন্ন জনসচেতনতা মূলক প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে আত্মসচেতনতা বাড়ানো যাতে করে মানুষ নিজে থেকেই রক্ত দিতে উৎসাহিত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক- হাসিব শান্ত (ফরমার রেডিও জকি, রেডিও নলতা) জানান: “যারা সংগঠনের সদস্য বা প্রতিনিয়ত কাজ করছে স্বেচ্ছায়, তাদের অধিকাংশ স্টুডেন্ট ও বেকার। সংগঠন টির একটি অফিস কার্যালয় থাকলেও সংগঠনটি দুর্বিসহ ও ভাসমান অবস্থায় রয়েছে। কারণ,সংগঠনটির মূল সংকট হলো- অর্থনৈতিক। তাই সমাজের বিত্তবান ও উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে, সংগঠনের প্রতি সজাগ দৃষ্টি নিবেদন ও প্রভাবশালী ব্যক্তিদের সুদৃষ্টি প্রদান করবেন। কেননা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য শুধু রক্ত দান নয়, সংগঠনের সদস্য দ্বারা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করাসহ এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করা।