দেবহাটায় আশার আলোর স্পন্সরশীপ প্রোগ্রাম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দেবহাটায় আশার আলোর স্পন্সরশীপ প্রোগ্রাম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আশার আলোর নিজস্ব কার্য্যলয়ে সাতক্ষীরা নবজীবনের সহযোগিতায় আশার আলোর বাস্তবায়নে ১০৪জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল-আজাদ, আশার আলোর সমন্বয়কারী ফজলুল হক, নবজীবন সহকারী প্রোগ্রাম ম্যানেজার রাসেল খান চৌধুরী, সহকারী এডমিন এইচআর আশরাফুল আলম, আশার আলোর প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম, প্রশিক্ষক সতীকা সরকার, সখিপুর দীঘির পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি হুমায়ন কবির, সাংবাদিক নাজমুল হাসান প্রমুখ। এসময় দেবহাটা উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১০৪জন ছাত্র-ছাত্রীর মাঝে ১টি গাছ, ১টি ছাতা, খাতা, কলম, টুথব্রাশ, টুথ পাউডার, ডিটাজেন্ট পাউডার, বিস্কুট, সাবান, এবং নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।